শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে রুবেল ছৈয়াল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লোনসিং উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামউদ্দিন বলেন, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে রুবেলের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল লোনসিং গ্রামের রোস্তম ছৈয়ালের ছেলে। সে লোনসিং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ