নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশানের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
এছাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনের উপর রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান