টেকনাফে রোহিঙ্গাদের অবস্থা নিজ চোখে দেখলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত এবং অস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে জানতে ও বুঝতে তিনি শুক্রবার বিকালে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন।
এ সময় রোহিঙ্গাদের জন্য পরিচালিত কমিউনিটি কিচেন, ত্রাণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে জাদিমোড়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।
চারদিনের বাংলাদেশ সফরের সময় অভিনেত্রী কেট ব্ল্যানচেট কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন।
বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান