জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের কল-কাকলিতে মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রাঙ্গণ।
সকাল ১০টায় র্যালির কথা শুনে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’ শ্লোগানে ঝাঁকে ঝাঁকে শিশুরা এসে জমায়েত হয়। উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাসস্ট্যান্ড হয়ে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে নেতৃত্ব দেন, জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ। এ উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, বিশেষ মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন, এমপি শরীফ আহমেদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর ওসি একেএম মাহবুব আলম, তারাকান্দা ওসি মাজহারুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাবু শশধর সেন, পৌর আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান