হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার কররা হাওরে অবৈধ মাটি উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পোড়ানা হয়েছে।
সোমবার মাধবপুরের সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, কররা হাওর থেকে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে এলাকাবাসী জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে এই অভিযান পরিচালনা করা হয়। তবে বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি।
এদিকে উপজেলা প্রশাসন থেকে অভিযান চালানোর পর বালু উত্তোলনে জড়িত নোরা মিয়া ও মিজানুর রহমানের লোকজন নোয়াপাড়া গ্রামের জমির মালিক এ এস এম রব্বানী মিশুর উপর হামলা করে। যেখান থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল সেখানে মিশুর ৬০ বিঘা জমি আছে। খবর পেয়ে র্যাব ও পুলিশ সেখানে উপস্থিত হলেও কাউকে আটক করতে পারেনি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান