নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত গাজীপুর-৬ নির্বাচনি আসনে পূবাইল থানার ৪টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী।
শনিবার বিকালে নগরীর মিরের বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূবাইল এলাকার উন্নয়নের লক্ষ্যে কালিগঞ্জ আসনের সাথে না রাখার দাবি তোলেন তারা।
এ সময় ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুলতান উদ্দিন আহম্মেদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি সামসুদ্দিন খন্দকার, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শামিম মৃধা, মাওলানা হোসাইন আহাম্মদ, গাজীপুর পূবাইল মেট্রো থানা সমন্বয়ক (এনসিপি) শরিফুল ইসলাম শরীফ ও আবুল কাশেম প্রমুখ।
সমাবেশ শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের মিরের বাজার এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই