১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় হার্ডলসে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন রোকসানা বেগম ও তানভীর ফয়সাল। শনিবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে রোকসানা মেয়েদের ১০০ মিটার হার্ডলস এবং তানভীর পুরুষদের ১১০ মিটার হার্ডলসে প্রথম হন।
নারীদের ১০০ মিটার হার্ডলসে ১৫ সেকেন্ড সময় নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন রোকসানা বেগম। এটি তার দ্বিতীয় জাতীয় স্বর্ণপদক। শুরুতে লংজাম্পে ক্যারিয়ার শুরু করলেও কোচ রফিকউল্লাহ মিলনের পরামর্শে হার্ডলসে নাম লেখান তিনি। কোচের পরামর্শই বদলে দেয় তার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্যারিয়ার।
রোকসানার সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। জীবনের নানা চ্যালেঞ্জ অতিক্রম করে জাতীয় অ্যাথলেটিক্সের মঞ্চে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। আজ সেই পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ মাথায় উঠেছে বিজয়ের মুকুট।
অন্যদিকে, ১১০ মিটার হার্ডলসে তানভীর ফয়সাল সময় নিয়েছেন ১৪.৭০ সেকেন্ড। দৌড়ের শেষ অংশে একটি হার্ডলে পা লাগিয়ে তা ফেলে দেন তিনি, যা নিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো বাতিল হয়ে যাবেন। তবে নিয়ম অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে হার্ডল না ফেললে সেটি অপরাধ নয়। বিচারকের বিশ্লেষণে স্পষ্ট হয়, সেটি ছিল দুর্ঘটনাবশত।
ক্যারিয়ারের তৃতীয় স্বর্ণপদক জেতা তানভীরের অ্যাথলেটিক্স যাত্রা শুরু সেনাবাহিনীর আন্তঃইউনিট প্রতিযোগিতা থেকে। সেখান থেকে উঠে এসেছেন জাতীয় পর্যায়ে। এখন তিনি দেশের অন্যতম শীর্ষ হার্ডলার।
বিডি প্রতিদিন/মুসা