রিমান্ডের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬) কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে সাবেক এই প্রেসিডেন্টের আগামী ২৬ আগস্ট পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত।
এরপর তাকে রাজধানীর প্রধান ম্যাগাজিন রিমান্ড কারাগারে নেওয়া হয়। তবে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় শনিবার তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কারা বিভাগের মুখপাত্র জগৎ বীরাসিংহে এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থের ১ কোটি ৬৬ লাখ শ্রীলঙ্কান রুপি অপচয়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৮ ধারা এবং সরকারি সম্পত্তি আইনের ৫(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর প্রেসিডেন্ট হন বিক্রমাসিংহে এবং ২০২৪ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কাকে উত্তরণের কৃতিত্ব তারই বলে মনে করা হয়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্ত্রী প্রফেসর মাইথ্রির যুক্তরাজ্যের এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে সরকারি অর্থে ভ্রমণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দ্য হিন্দু