শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেছেন, “কৃষি প্রযুক্তির উন্নয়নের জন্য শীঘ্রই আমরা কৃষি প্রকৌশল অনুষদ চালু করবো।”
শেকৃবি কম্পিউটার ক্লাব ও কৃষি প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “Real-life Application Based on Onsite Session” শীর্ষক জিআইএস প্রশিক্ষণ সেমিনারের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে শনিবার দুপুর ১২টায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “পৃথিবীর সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে বিশ্বের সাতশ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব নয়। উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহারই একমাত্র সমাধান। জিআইএস এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে জিওলজিকাল ম্যাপিং করে গবেষণা ও পরিকল্পনা করা সম্ভব।”
তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হল পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানান এবং জিআইএস-এর গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, প্রক্টর ড. মো. আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশাবুল হক, কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ আহমেদ এবং কম্পিউটার ক্লাবের মডারেটরবৃন্দ।
প্রশিক্ষণে মৌলিক ম্যাপিং, ডাটা ভিজ্যুয়ালাইজেশন, কেস স্টাডি, কুইজ ও অ্যাসাইনমেন্টসহ নানা বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষক ছিলেন জিআইএস বিশেষজ্ঞ ও কৃষি প্রকৌশল অনুষদের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সব্যসাচী নিলয়। কোর্স কোঅর্ডিনেটর ছিলেন কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষক মোস্তফিজুর রহমান।
অ্যাসাইনমেন্ট মূল্যায়নে প্রথম হয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী আদিব, দ্বিতীয় হয়েছেন সৌরভ ঘোষ। পুরস্কার হিসেবে তাদের হাতে লাকি ব্যাম্বু গাছ তুলে দেওয়া হয়।
এছাড়া সার্বক্ষণিক ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার ক্লাব সভাপতি আলভি, সাধারণ সম্পাদক পৃথিবী রাজ সরকার, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ রানা ইসলাম, আজহার রাহাত, উৎসসহ ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আশিক