ঢাকামুখী যাত্রীবাহী বাসের চাপায় মানিকগঞ্জের শিবালয়ে টিপু সুলতান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিপু সুলতানের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাস চালকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার