গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে সাবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
বাগেরহাটে স্থানীয় সরকারের উপ পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন উল হাসান, ইউএনডিপি’র কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, গ্রাম আদালতের জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, প্রবীণ সাংবাদিক এবিএম মোশারফ হোসাইন, মো. মোজাফ্ফর হোসেন, মো. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৮/মাহবুব