সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতি গোপাল গঞ্জের টংগী পাড়া থানর সিংগী পাতা গ্রামের কিরামত আলীর ছেলে মো. দুখু মিয়া (৩২) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৫)।
জেলা গয়েন্দা পুলিশের পরিদর্শক মো: শাহারিয়ার হাসান জানান, সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে বাসে করে নিজ এলাকা গোপাল গঞ্জে নিয়ে যাচ্ছিল দুখু মিয়া ও তার স্ত্রী খাদিজা বেগম নামে এক দম্পতি। সকাল সাড়ে ৮টার সময় গোপন খবর পেয়ে মো. দুখু মিয়া ও তার স্ত্রী খাদিজা বেগমকে তল্লাশি করে তাদের দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা স্কুলের সামনে থেকে গাঁজাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ঝাউডায় আটককৃত ঝাউডাঙ্গা মাদরাছা পাড়ার বাবুল শেখের ছেলে লাবলু শেখ (২৬) এবং একই এলাকার তোফাজ উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২৫)।
বিডি প্রতিদিন/এ মজুমদার