হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে আমীর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে আমীর আলী ধান উঠানোর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডা. মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল