বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হবিগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম বাবুল প্রমুখ। বক্তারা এম ইলিয়াছ আলীর সন্ধানের জন্য সরকারের কাছে দাবি জানান।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল