লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মে) সকাল ১১টায় রামগতি উপজেলার চরগাজিতে বজ্রপাতে রিয়াজ উদ্দিন নামে এক জেলের মৃত্যু হয়। রিয়াজ চরগাজী গ্রামের শাহ আলমের ছেলে।
দুপুরে বড়খেরী এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র আবির হোসেনের (১০) মৃত্যু হয়। আবির বড়খেরী ইউনিয়নের মঞ্জুর হোসেনের ছেলে।
এর আগে সকালে একই গ্রাম থেকে বৃদ্ধ সিরাজ উদ্দিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে দুলাল হোসেন নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুলাল ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক পৃথক ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার