নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কামরুল হক বাবু (৩৫) ও দোলোয়ার হোসেন বাবর (২৮) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মাইজদী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে কামরুল হক বাবু ও সদর উপজেলার রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন বাবর।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি আবুল খায়ের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার