ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এসব সময় সদর থেকে ১১ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৬ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার