টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বৈধ কাগজপত্র না থাকা, চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল সনাক্তকরণ এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ৭২টি মোটরসাইকেল আটক করেছে।আজ সোমবার সদরের একাধিকস্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো আটক করে।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈধ কাগজপত্র না থাকা, চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল সনাক্তকরণ এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে আটক করা হয়।
সদরের পুরাতন বাসস্ট্যান্ডও উয়ার্শী-বালিয়া সড়কের পুষ্টকামুরী যহোরবাড়ী মোড় এলাকায় থেকে কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন ঈদকে সামনে রেখে চোরাই, কাগজপত্রবিহীন যত্রতত্র নামধারী মোটরসাইকেল সনাক্ত করতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার