ঈদকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মিনি ট্রাক আটক করা হয়।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। ঈদকে সামনে রেখে তারা মাঠে নেমেছিল। রাস্তার গাছ কেটে বাস-ট্রাক আটকে ডাকাতি, রাস্তার পাশের দোকানপাটে ডাকাতি এবং গরুর খামার থেকে গরু ডাকাতি সহ বিভিন্ন ধরণের অপরাধের সাথে এরা জড়িত। তাদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার টিটিগাড়ী গ্রামের আহাদ আলীর পূত্র আব্দুল মজিদ (৩৫), একই উপজেলার সিংজানি গ্রামের মৃত নছির উদ্দিনের পূত্র সিরাজুল ইসলাম (৩৫) এবং সরকার পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পূত্র আব্দুল খালেক (৫৫), নাটোর জেলার সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার ফজলু বিশ্বাসের পুত্র রবিউল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মৃত মঞ্জিল মিয়ার পূত্র আলম মিয়া আদম (৩০)।
এঘটনায় শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর