বগুড়ার সারিয়াকান্দিতে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। এদিকে মা মেয়ের লাশের ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে তাদের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি সারিয়াকান্দির ঘুঘুমারিতে জানাজা শেষে দাফন করা হয়।
রবিবার সকালে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের তারাজুল ফকিরের স্ত্রী নাদিয়া বেগমের শাশুড়ির সঙ্গে তার দু’বছরের শিশু সন্তান তানজিলা আকতার বেড়াতে যেতে চায়। কিন্তু বেড়াতে না নিয়ে যাওয়ায় তানজিলা কান্না শুরু করে। এক পর্যায়ে তার মা মেয়ে তানজিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মা নাদিয়াও নিজেও শয়ন ঘরের তীরের সাথে গলায় শাড়ী পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।
বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা ইউডি মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর