পিরোজপুরে মঠবাড়িয়ায় ভুয়া বরাদ্দ না দেয়ায় এতিমখানার সভাপতি কর্তৃক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে মঠবাড়িয়া থানায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আখলাকুর রহমান নিজে বাদী হয়ে তাকে হত্যা চেষ্টা, অফিস ভাংচুর ও সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে মামলা করা হয়।
মামলায় হাজী গুলশান আরা শিশু সদনের সভাপতি আবদুল গফ্ফার (৫৫), শিক্ষক মাওলানা মোস্তফা মাহমুদ (৫০), তাদের সহযোগী মাসুম (৪৫) এজাহার নামীয় ও অজ্ঞাত নামা আরও ৪জনকে আসামি করা হয়।
সোমবার আটককৃত আবদুল গফ্ফার ও মাওলানা মোস্তফা মাহমুদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন।
এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আখলাকুর রহমানকে হত্যা চেষ্টা ও অফিস ভাংচুরের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সমানের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন জানান, আটককৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে এবং জড়িত বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যহত আছে।
উল্লেখ্য, মঠবাড়িয়া “হাজী গুলশান আরা শিশু সদন” এতিম খানায় ভুয়া এতিমের নামে সরকারী বরাদ্দ না দেয়ায় এতিম খানার সভাপতি আবদুল গফ্ফার ও তার ভাড়া করা দলবল রবিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কক্ষে ডুকে হামলা চালিয়ে গুরুতর জখম করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন