জনগণ যার পক্ষে নৌকাও তার পক্ষে। জনবিচ্ছিন্ন নেতারা এবার আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। যেসব নেতা জনগণের আস্থা অর্জন করতে পারবেন শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনে তাকেই মনোনয়ন দিবেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সোমবার বিকিলে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।
রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান জমাদ্দার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলে পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মোরলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, এ্যাডভোকেট এনামুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, গোলাম মোস্তফা মধু, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহমেদ রুমী, হাসানুজ্জামান পারভেজ, যুবলীগ নেতা আজমল হোসন মুক্তা, আসাদুজ্জামান স্বপন, বাদশা আলগীর আলম, হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগ নেতা, হাসান মীর, খায়রুল ইসলাম শরীফ, সাইফুল ইসলাম জীবন প্রমূখ।
রবিবার উপজেলার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে তাফালবাড়ি কলেজ মাঠে ইফতার ও আলোচনা সভায় বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথি ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন