সুন্দরবনের বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের মাধ্যমে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পন করা ৬ বনদস্যু বাহিনীর ৫৭ জনের মধ্যে ৩১ জন বাগেরহাট কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার সন্ধ্যায় ইফতারির পর এসব বনদস্যুরা কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে র্যাবের মাধ্যমে বাড়িতে ফিরে গেছেন। জামিনে মুক্ত হওয়া এসব বনদস্যুদের বাড়ি বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায়।
বাগেরহাট কারা কর্তৃপক্ষ জানায়, বাগেরহাট আদালতের বিচারক সোমবার সকালে আটক ৩১ বনদস্যুর জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালতের জামিন প্রদানের এই আদেশ সন্ধ্যায় বাগেরহাট কারাগারে পৌঁছালে তাদের মুক্তি দেয়া হয়। অন্য ২৬ জন বনদস্যুর নামে মামলাগুলো সুন্দরবন সন্নিহিত অন্য জেলাতে থাকায় তাদের মুক্ত হতে বিলম্ব হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল