কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযানে আটকের পর তিনজনকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৪ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আল মামুন সবুজ (৩৫), রুমেল মিয়া (৩৫) এবং আব্দুল কাইয়ুম (৩২)।
এর আগে সোমবার (০৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় আল মামুন সবুজ (৩৫), রুমেল মিয়া (৩৫) এবং আব্দুল কাইয়ুমকে (৩২) দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল