চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে আর উঠতে পারেনি ৪ শিশু। মঙ্গলবার ভোরে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের বৈষ্টের বাড়ির দিঘিতে ভেসে উঠে নিখোঁজ চার শিশুর মরদেহ।
সোমবার বিকেল পর্যন্ত তাদের পুকুরে গোসল করতে দেখে স্থানীয়রা। সন্ধ্যার পর বাসায় না ফেরায় তাদের খুঁজতে শুরু করে স্বজনরা। এরপর রাতে মাইকিংও করা হয়। কিন্তু নিয়তির কি পরিহাস ভোরেই ওই চার পরিবারে নেমে আসে শোকের ছায়া।
পুকুরে ভেসে উঠা চার শিশু রান্ধুনীমুড়া শুকু কমিশনারের বাড়ির ওয়াসিমের ছেলে রাহুল (১২), দ্বিতীয় সংসারের ছেলে শামীম (১৩), আহছানের ছেলে রায়হান (১৩) ও নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)। চার শিশুর পরিবারের সবাই দিনমজুর। এদের মধ্যে রায়হান রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
রায়হানের মা হাছিনা বেগম বলেন, সন্ধ্যার পর ছেলে বাসায় না ফেরায় খুঁজতে শুরু করি। সন্ধ্যায় ওই পুকুর পাড়ে লিয়নসহ দুইজনের জুতা ও জামা পড়ে থাকতে দেখি।
রাহুলের মা রাবেয়া বেগম ও লিয়নের মা লাকি বেগম বলেন, তারা সবাই সাঁতার জানতো।
স্থানীয় ওয়ার্ড কমিশনার শুকু মিয়া বলেন, রাতে মাইকিং করা হয়। ভোরে ওই পুকুরে নামাজের জন্য অযু করতে গিয়ে মরদেহগুলো ভাসতে দেখে স্থানীয় এক বাসিন্দা।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠার খবর পাওয়া যায়।
বিডি প্রতিদিন/০৫ জুন ২০১৮/আরাফাত