ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ১২টি সোনার বারসহ মহিউদ্দিন নামে এক সোনা পাচারকারীকে অাটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। মঙ্গলবার সকালে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। অাটককৃত সোনার ওজন ১ কেজি ৩০০গ্রাম। অাটক মহিউদ্দিন কুমিল্লার তিতাস উপজেলার সরোয়ারের ছেলে।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারি কমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে যাবে। এ ধরনের খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা চেকপোর্ট এলাকায় অবস্থান নেয়। এসময় এক পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে অাটক করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে এক্সরে করে তার পেটের ভিতর ১২টি সোনার বার পাওয়া যায়।
অাটক সোনার ওজন ১ কেজি ৩০০গ্রাম। উদ্ধারকৃত সোনা ও পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ ৫ জুন ২০১৮/ ওয়াসিফ