বান্দরবানের লামায় উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ও স্যাপলিং এবং কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি এর সহযোগিতায় দিবসটি মঙ্গলবার পালন করা হয়।
জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি লামা উপজেলা পরিষদ সামনে হতে শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে টাউন হল আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লামা বন বিভাগের সদর স্টেশন কর্মকর্তা মো. জলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বিএডিসি এর উপ-পরিচালক মাহফুজুর রহমান, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের ফিল্ড অফিসার মামুন সিকদার, স্যাপলিং প্রকল্পে উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া আহমদ সহ প্রমূখ। এছাড়া বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন