নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে পিকআপ ভ্যানের চাপায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসরাত জাহান সিনথিয়া, বয়স ১৩ বয়স। মঙ্গলবার সকালে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে সিনথিয়া বাসা থেকে বের হয়ে কোচিং করার জন্য যাচ্ছিল। পথে বসুরহাট বাজারের বুড়ির মসজিদে সামনে এলে পেছন থেকে পোলট্রি মুরগির বাচ্চা বহনকারী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি আটকের জন্য পুলিশ কাজ করছে। নিহত স্কুলছাত্রীর পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৫ জুন ২০১৮/ ওয়াসিফ