বগুড়া শহরের মাটিডালিতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. লিটন মিয়া ওরফে রিটেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাপাতি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা করেছে। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের দুই কন্সটেবল মিন্টু মিয়া ও আবুল কালাম আহত হয়েছে।
বগুড়া জেলা পুলিশ বলছে, লিটন মিয়া মাদক ব্যবসায়ী এবং তার নামে বগুড়া সদর থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে মাদক ব্যবসায়িরা মাদকের বড় চালান হাতবদল করবে এমন খবর ছিল। সোমবার রাত আড়াইটার দিকে ডিবি পুলিশ সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয়। মাটিডালি কমার্স কলেজ এলাকায় পুলিশের অবস্থানের বিষয়টি টের পেলে দুষ্কৃতকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। নিজেদের রক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে আহত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল মিন্টু এবং কালাম আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, লিটনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা