বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
বরিশাল পরিবেশ অধিদপ্তারের সহকারী পরিচালক মো. আরেফিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক গোবিন্দ রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেবিএস মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ ও আনোয়ার জাহিদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এইচ. এম রাসেদ।
পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, বিশেষ অতিথি ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো হাবিবুর রহমান পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিবন্ধীসহ ৪টি গ্রুপের ১১ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এর আগে অশ্বিনী কুমার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার