নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পোল্ট্রি খামারের মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যান চাপায় নুসরাত জাহান সিনথিয়া (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ জুন) সকালে উপজেলার বসুরহাট বাজারের বুড়ির মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনথিয়া উপজেলার বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সিরাজ ড্রাইভার বাড়ির ড্রীম লাইন সার্ভিসের সুপার ভাইজার জাকির হোসেনের বড় মেয়ে।
স্থানীয়রা জানায়, উপজেলার মাকসুদাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান সিনথিয়া আজ মঙ্গললবার সকালে স্কুলে কোচিং-এ যাচ্ছিল। পথে বসুরহাট বাজারের বুড়ির মসজিদের পাশের রাস্তায় দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের চাপায় তার মাথা সম্পূর্ণ থেতলে যায়। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এক স্কুলছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে শুনেছি। খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার