বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা বলছেন গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২ টার সময় বগুড়া সদর উপজেলার বারপুর মধ্যপাড়া এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম ওরফে প্রমা (৪৮) কে গ্রেফতার করা হয়। সে বারপুর মধ্যপাড়ার ওসমান প্রামাণিকের পুত্র। অপর দিকে সোমবার রাতে বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান রহমানকে (২৬) আটক করা হয়। সে ইয়াবাগুলো বিক্রির চেষ্টা করছিল। সে বগুড়া শহরের মধ্য পালশা গ্রামের আমজাদ হোসেনের পুত্র। পৃথক ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন