নোয়াখালীতে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আজ দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সিভিল সার্জন, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা আরিফুর রহমান সরদান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও সেভ দ্যা সিল্ডেন এর সিনিয়র ম্যানেজার সালাহ উদ্দিনসহ প্রমুখ। বক্তাগণ নিরাপদ মাতৃত্বে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকার প্রশংসা করেন। পরে জনপ্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার