কিশোরগঞ্জের অষ্টগ্রামে গাছের উপর পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টুটন মিয়া (১৭) নামে এক ব্রাজিল সমর্থক যুবক এবং খালের পানিতে ডুবে ফাহিম মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম সদরের খান ঠাকুর দিঘির পাড় গ্রামের ধনু মিয়ার ছেলে টুটন মিয়া ব্রাজিলের পতাকা টানাতে বাড়ির সামনে একটি গাছে উঠে। এ সময় গাছের সাথে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে টুটন ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে, আব্দুল্লাহপুর গ্রামের মনিরুজ্জামান কালা মিয়ার ছেলে ফাহিম মিয়া (১০) সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে যায়। অনেকখোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার