বিশ্ব পরিবেশ দিবসে চুয়াডাঙ্গা জেলাকে বণ্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
বিডি প্রতিদিন/ফারজানা