ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ফুলপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, দিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, গোপ্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়্যূব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, `Beat plastic pollution’ ‘আসুন, প্লাস্টিক দূষণ বন্ধ করি’ ও If you can’t revive it, refuse it. ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, বর্তমানে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকহারে বেড়ে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিবেশ তার ভারসাম্য হারাবে।
এছাড়া পলিথিন বিষয়ে তিনি বলেন, পলিথিন ব্যবহারে মানুষ এখন অনেকটা সচেতন। বাজারে আগের মত আর পলিথিন দেখা যায় না। ব্যাপকহারে প্লাস্টিক ব্যবহার বর্জনের জন্য সকলকে তিনি উদ্বুদ্ধ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম