দিনাজপুরে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় লুৎফর রহমান (৪২) ও আলাউদ্দিন (৩৫) নামে দুইজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে হাকিমপুর উপজেলায় এবং সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলায় এ গোলাগুলির ঘটনায় তারা আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গুলিবিদ্ধ লুৎফর রহমান দিনাজপুর সদর উপজেলার দানিয়ারী গ্রামের এনামুল হকের ছেলে এবং আলাউদ্দিন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের (চুরিপট্টি) মৃত আফতাব উদ্দিনের ছেলে। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ী এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ টহল দল যায়। পরে ঘটনাস্থল থেকে লুৎফর রহমান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৫টি ককটেল, একটি হাসুয়া, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে, হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান- মঙ্গলবার ভোরে মাদক বিরোধী অভিযানের সময় হাকিমপুরের হিলির চুরিপট্টি এলাকায় পুলিশের সঙ্গে মাদক চোরাকারবারীদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আলাউদ্দিনের পায়ে গুলি লাগে। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস আই মোকসেদুল ও আরেকজন কনস্টেবল আনিস আহত হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম