'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করে' এই স্রোগানে বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার আয়োজনে আজ মঙ্গলবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরিবেশ অধিদপ্তর রাজশাহীর পরিচালক মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঁঞা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা, সুবেদার ইসলাম ও ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা প্লাস্টিক দূষণ বন্ধের আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার