চুয়াডাঙ্গার জীবননগরে ভারত থেকে পাচার করে আনা ছয় লক্ষাধিক টাকার ভারতীয় পোশাক জব্দ করেছে বিজিবি। শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদে জীবননগর শহরের পাকা রাস্তার উপর থেকে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদে জীবননগর শহরে অভিযান চালানো হয়। এসময় শহরের পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৮ টি শাড়ি, ২৮ টি থ্রি-পিচ, ৩ টি শেরওয়ানি, ১০টি পাঞ্জাবী এবং নয়টি জিন্সপ্যান্ট জব্দ করা হয়।
বিজিবি পরিচালক আরও জানান, জব্দ করা ভারতীয় পোশাকের বাজার মূল্য ছয় লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর