বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র ৪ দিন দেরি। সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪ জুনের দিকে। কখন সেই চোখ ধাঁধানো যাদুকরি খেলার পর্দা উন্মোচিত হবে। টাঙ্গাইলের ফুটবল প্রেমীদের আগ্রহ যেন আরও একটু বেশি। তাদের তর যেন আর কিছুতেই সইছেনা। ফুটবল পাগলদের কাণ্ডকারখানা দেখে তাই মনে হচ্ছে।
এবারের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জেলার ধনবাড়ি, মধুপুর, সখীপুর, ঘাটাইল, ভুঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, মির্জাপুর ও সদর উপজেলায় ফুটবলমোদী যুবক ও কিশোররা তাদের প্রিয় দলের পতাকা উড়ানো ও জার্সি কেনার হিড়িক পড়েছে। তারা প্রিয় দলের জন্য নতুন-নতুন ক্লাব বা সমিতি গড়ে তুলেছে। এদের পুরোটাই ব্রাজিল, আর্জেন্টিনা অথবা জার্মানী ও ইতালীর সমর্থক।
ক্লাবের ছত্রছায়ায় সমর্থকের সংখ্যা বাড়ানোর জন্য এরা পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়। শুভেচ্ছা কার্ড বিতরণ করে। খেলা উপলক্ষে রাজনৈতিক বিভেদ ভুলে একত্রে ক্লাবে এসে জড়ো হচ্ছেন ভিন্ন মতাবলম্বিরা। ইতিমধ্যে প্রিয় দলের পতাকা বানানো অথবা ফেরিওয়ালার কাছ থেকে কেনার হিড়িক পড়ে গেছে। দর্জির দোকানে বাড়ছে ভিড়। ফেরিওয়ালারও বিক্রি বাড়ছে। বানানো বা কেনা পতাকা বাড়ির ছাদে, গাছে অথবা সেল ফোনের টাওয়ারে টানিয়ে জায়গা দখল শুরু করেছে।
এসব ক্লাব সদস্যরা সামর্থ অনুযায়ী টেলিভিশন কিনে, দেয়ালে প্রিয় দলের তারকা খেলোয়াড়ের ছবি টানিয়ে এবং নতুন চেয়ার টেবিল সাজিয়ে ঘটা করে খেলা দেখার প্রস্তুতি শেষ করেছে। ক্রীড়ামোদীদের মধ্যে এখন বড় আশঙ্কা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। প্রতি দিনই ৪/৫ ঘন্টা করে লোডশেডিং চলছে। প্রিয় দলের বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার দিন যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে এ জন্য স্থানীয় প্রশাসনকে আগাম অনুরোধ জানিয়ে রেখেছে ক্রিড়া ক্লাব সদস্যরা। অতীতে দেখা গেছে খেলার দিন বিদ্যুৎ না থাকায় প্রত্যেকবারই বিদ্যুৎ অফিস দু‘এক বার করে ভাংচুর চলে। এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে টেলিভিশন বিকিকিনিও জমে উঠেছে।
শহরের কয়েক জন ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কয়েকটি টেলিভিশন কোম্পানী পণ্য ক্রয়ে স্ক্যাচ কার্ড এবং দামে রেয়াত ঘোষণা দেয়ায় বিক্রি তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। বিশ্বকাপ খেলা দল বেধে উপভোগের জন্য ক্রীড়া ক্লাব গুলোতে চলছে তোড়জোড়। এসব ক্লাব, সমিতি ও চায়ের দোকানের আড্ডায় কোন দল সামনের বিশ্বকাপে চূড়ান্তভাবে বিজয়ী হবে তার চুলচেরা বিশ্লেষণ চলছে।
বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে দৈনিক পত্রিকার খেলার পাতার পাঠক সংখ্যা বেড়ে গেছে। কোন পত্রিকা ফুটবল তারকা অথবা ফেভারিট দেশ নিয়ে এক্সক্লুসিভ আইটেম করলে তা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।
ধনবাড়ী পত্রিকা এজেন্ট ওমর আলী জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পত্রিকার সার্কুলেশন অনেকটা বেড়ে যায়। খেলার খবর পড়ার জন্য অনেক নতুন পাঠকও এ সময়ে সৃষ্টি হয়।
কিশোরগঞ্জের মিঠামন উপজেলার বৈরাটি গ্রামের ফেরিওয়ালা আতাউর রহমান জানান, এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকাই বিক্রি হচ্ছে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রি হচ্ছে বেশি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর