খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নগরীর ২২ খালসহ ময়ূর নদীর বাঁচানোর দাবিতে পদযাত্রা ও নৌকা র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এ পদযাত্রা শুরু হয়ে গল্লামারী হয়ে ময়ুর নদীর লিনিয়ার পার্ক ঘাটে গিয়ে শেষ হয়।
এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন করা হয়।স্বেচ্চাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে এ পদযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশগ্রহন করেন।
জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদার সভাপতিত্বে বক্তৃতা করেন জলমা ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, ওয়াকার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, এস এম সোহরাব হোসেন, শাহ লায়েকুজ্জামান, মাহাফুজুর রহমান মুকুল, হিরন্ময় মন্ডল, বিধান চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় ময়ূর নদীকে বাচানো ও ২২খাল খননের কোন বিকল্প নেই। তাই আগামী বর্ষা মৌসুমের আগেই মহানগরীর ১৬ লাখ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে দ্রুত খালের অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিতভাবে খনন এবং ময়ূর নদীর স্রোতধারা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করতে হবে।
পদযাত্রা শেষে ময়ূর নদীতে নৌকা র্যালি এবং লিলিয়ান পার্কে ফলজ গাছের চারা রোপন করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর