বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা মাহবুবর রহমান বকুল, তাহা উদ্দিন নাহিন, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, সৈয়দ জহুরুল আলম, মাষ্টার শফিকুল ইসলাম, নাজমা আক্তার, আলী মুর রাজি তরুন, ছাত্রদল নেতা রবিউল আউয়াল রবি প্রমুখ।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত