দিনাজপুরের কাহারোলের দশ মাইল এলাকা থেকে নাজমুল ইসলাম ডাব্লু নামে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টার দিকে দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল এলাকার আখ খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত বাক প্রতিবন্ধী নাজমুল ইসলাম ডাব্লু (৪২) কাহারোল উপজেলার দশমাইলস্থ ইয়াছমিন যাত্রী ছাউনীর পিছন এলাকার ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার বিকালে আখ ক্ষেতে ২ জন কিশোর ঘাস কাটতে গিয়ে ডাব্লুর লাশ দেখতে পায়। খবর পেয়ে তার পরিবার এসে লাশ সনাক্ত করে।
কাহারোল থানার এস আই দিপেন জানান, তার নেতৃত্বে পুলিশ এসে শনিবার বিকালে বাক প্রতিবন্ধী নাজমুল ইসলাম ডাব্লুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল