টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে দ্রুতগামী যাত্রীবাহী বাসেরচাপায় সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে টাঙ্গাইল মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন, সদর উপজেলার করটিয়া তেতুলিয়া গ্রামের শরীফ (২২) ও একই গ্রামের সাগর (২০)। নিহত দুইজনেই পেশায় রডমিস্ত্রি।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই সাইকেলের দুই আরোহী নিহত হয়। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল