নেত্রকোনা সদরে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- মো. রাব্বি আহমেদ সুমন (৩০) ও পলাশ রবি দাস (২৭)। সদরের ঠাকুরানা ইউনিয়নের আলোকমান্দারের পতিত জায়গা থেকে আজ রাতে দুই রাউন্ড তাজা গুলি ও রিভালভার এবং ২০৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
সুমন মোহনগঞ্জ উপজেলার পৌর শহরের টেঙ্গাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার সহযোগী রবি একই গ্রামের চিত্তরঞ্জন রবি দাসের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে জানিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, সুমন নয়টি মামলার আসামি। এর মধ্যে পাঁচটি মাদক এবং চুরি ও মারামারিসহ চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সুমনের সহযোগী রবির নামেও একটি মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার