জামালপুরে একই সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চর পলিশা এলাকা ও বাইপাস রোডে দুর্ঘটনা দুটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম জানান, চর পলিশা এলাকা দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় মোজাম্মেল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। মোজাম্মেলের বাড়ি মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামেই। আর জামালপুর বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় সুজন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সুজনের বাড়ি মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামে।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/হিমেল