হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে গুলজার আহম্মেদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলজার আহম্মেদ সন্ধ্যায় ব্যক্তিগত কাজে চা বাগান এলাকায় যান। রাতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/হিমেল