ঈদকে সামনে রেখে ব্যবসা বাণিজ্যে বেশ রমরমা ভাব নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে। ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা ব্যস্ত সময় পাড় করছেন ঈদকে ঘিরে। গড়ে তুলেছেন পোশাকের ব্যাপক মজুদ। ইতিমধ্যে শুরু হয়েছে বিকিকিনিও।
রাজধানী ঢাকার বড় বড় গার্মেন্টস’র ফেলে দেয়া উচ্ছিষ্ট টুকরা কাপড় কিনে এনে সৈয়দপুরে তৈরি করা হয় বিভিন্ন বয়সীদের পোশাক। এখানকার পোশাক রপ্তানি হতো ভারত, নেপাল ও ভুটানে। কিন্তু ব্যবসায়ীক মন্দার কারণে এখন রপ্তানি না হলেও দেশীয় বাজার দখলে তৎপর ব্যবসায়ীরা। ইতিমধ্যে সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন জেলার দোকানীরা এখান থেকে পাইকারী দরে পোশাক কিনে বিক্রি করছেন স্ব স্ব এলাকায়। এজন্য ব্যস্ততা সবার।
শ্রমিকরা অতিরিক্ত আয়ের জন্য দিনভর কাজ করলেও মালিকরা বলছেন ভালো লাভের কথা। নিয়ে রেখেছেন প্রস্তুতিও।
ক্ষুদ্র গার্মেন্টস শিল্প মালিক গ্রুপ সৈয়দপুর-নীলফামারী সভাপতি আখতার হোসেন খান বলেন, দেশের বাইরে রপ্তানি বন্ধ থাকলেও আমরা এখন দেশীয় বাজারের জন্য উৎপাদন চালিয়ে যাচ্ছি। ঈদের জন্য সব মালিক কমবেশি মজুদ গড়ে তুলেছেন। নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৫শ' ক্ষুদ্র পোশাক কারখানায় দশ হাজার শ্রমিক কাজ করছে। এসব কারখানায় তৈরিকৃত শিশু থেকে শুরু করে বয়ষ্কদের পোশাক বিক্রি হয় উত্তরের বিভিন্ন জেলায়।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/হিমেল