দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৬ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল, ২৫ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মাহমুদা খাতুন জানান, চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর