রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন থেকে আ. মাজেদ মন্ডল (৫০) নামে এক ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাজেদ মন্ডল কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
রবিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম বলেন, শনিবার রাতের কোনো একসময় ডিশে তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর